১) ১৮ বছরের নীচে যেকোনো মেয়ের সাথে তার সম্মতিতে কিংবা অসম্মতিতে শারিরীক সম্পর্কে জড়ানো রেপ। এ ব্যাপারে কোর্টে মামলা উঠলে এমনকি মেয়ে যদি বলে কনসেন্ট ছিলো সেটাও ধোপে টিকবে না। কারণ সে এডাল্ট না। আইনগতভাবে।
২) কারো সাথে আপনার মিউচুয়াল রিলেশন থাকলেও সে যদি আপনার ওয়াইফ ও হয় তার সাথে জোর পূর্বক শারিরীক সম্পর্কে যাওয়া রেপ৷ ৩) পারস্পরিক সম্মতিতে সেক্সুয়াল ইন্টারকোর্স শুরু হওয়ার পর একজন যদি ভায়োলেন্ট হয়ে যায় এবং আরেকজন যদি তাতে আপত্তি জানায় এবং এরপরেই যদি ভায়োলেন্ট পার্টনার না থামে সেটা রেপ হিসেবে গণ্য হবে৷ এই ভায়োলেন্ট আচরণের কারণে মেয়ের যদি শারিরীক ক্ষতি হয় বা মারা যায় সেটা হত্যা হিসেবেই দেখা হবে।
সুতরাং, অজুহাত বানানো বন্ধ করুন। স্পেড রে স্পেড বলুন। রেপ রে রেপ বলুন। ওভার এন্ড আউট৷
https://www.facebook.com/100001845430945/posts/4944846265586839/

0 মন্তব্যসমূহ
Do good not be good.
- সাফকথা