শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

ব্ল্যাকমেইল ও চাঁদা দাবি: রাঙ্গামাটির মোটেল জর্জে ওয়ার্ড মেম্বারকে আটকে রেখে টর্চার, আটক ২

(ছবি: সুজন; সংগৃহীত)

নিজস্ব প্রতিনিধি : রাঙ্গামাটি শহরের রাজপথ থেকে এবার উঠে এল ব্ল্যাকমেইল, চাঁদাবাজি ও নির্যাতনের এক চাঞ্চল্যকর ঘটনা। গতকাল শনিবার, ২২ নভেম্বর রাতে রাঙ্গামাটি শহরস্থ মোটেল জর্জের একটি রুমে বুড়িঘাট ৫নং ওয়ার্ড মেম্বার ও নানিয়ারচর উপজেলা যুবদলের সদস্য মোঃ মোস্তফা (৪০) কে আটকে রেখে ১০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে রাঙ্গামাটি জেলা ছাত্রদল ও সদর উপজেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবদল নেতা ও ওয়ার্ড মেম্বারসহ মোট তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িঘাট ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ মোস্তফা ব্যবসায়িক কাজে গতকাল নানিয়ারচর থেকে রাঙ্গামাটিতে আসেন। কাজ শেষে রাত হয়ে যাওয়ায় তিনি রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সুজন এবং রাঙ্গামাটি সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রহিম-এর সহায়তায় মোটেল জর্জের ০৩ নং রুমে রাত্রিযাপনের জন্য বুকিং নেন। অভিযুক্ত সুজন ও রহিম একই সাথে ০১ নং রুম বুকিং করেছিলেন।

আনুমানিক রাত ৮:৩০ ঘটিকার দিকে অভিযুক্ত মোঃ সুজন ও মোঃ রহিম পূর্বপরিকল্পিতভাবে 'প্রিয়া' নামে একজন মহিলাকে মেম্বার মোস্তফার রুমে ঢুকিয়ে দেন। এরপর ইয়াবা ও গাঁজা বের করে এনে মেম্বারকে ফাঁসানোর ভয় দেখিয়ে ১,০০,০০০০/- (দশ লক্ষ) টাকা চাঁদা দাবি করেন। মেম্বার মোস্তফা টাকা দিতে অস্বীকৃতি জানালে রাতভর তাকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগে প্রকাশ।

মান-সম্মান হারানোর ভয়ে মোঃ মোস্তফা আজ রবিবার, ২২ নভেম্বর দুপুর ১২টার দিকে বিকাশ ও নগদের মাধ্যমে ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা সুজন ও রহিমকে প্রদান করেন।

অভিযোগ অনুযায়ী, চাঁদার টাকা পাওয়ার পরেও অভিযুক্তরা থেমে থাকেননি। তারা মেম্বার মোস্তফাকে উলঙ্গ করে প্রিয়া নামের মহিলাটির সাথে আপত্তিকর অবস্থায় কিছু ছবি ধারণ করেন এবং এই ঘটনা কাউকে জানালে ছবিগুলো 'ভাইরাল' করে দেওয়ার হুমকি দেন।

ঘটনার খবর পেয়ে নানিয়ারচর থেকে মেম্বার মোস্তফাকে নিয়ে যাওয়ার জন্য তার স্ত্রী এবং নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান মোটেল জর্জে আসেন। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে বিষয়টি জানাজানি হয়ে যায় এবং স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

খবর পেয়ে রাঙ্গামাটি কোতোয়ালি থানার কিলো-৩ এসআই চন্দন-এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। 

এদিকে পুলিশ আজ বিকাল ৪:০০ ঘটিকার দিকে মোটেল জর্জ থেকে রাঙ্গামাটি জেলা ছাত্র দলের সহ-সভাপতি মোঃ সুজন, রাঙ্গামাটি সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রহিম এবং ভুক্তভোগী মেম্বার মোঃ মোস্তফা - এই তিনজনকে আটক করে রাঙ্গামাটি কোতোয়ালি থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ